বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক: মুশফিকের শততম টেস্ট আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪২

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অংশ নিয়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে পা রাখলেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক।

এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নেয় নানা উদ্যোগ। ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে মাঠে প্রবেশের মুহূর্ত থেকেই স্টেডিয়ামের গ্যালারিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভক্তরা হাতে তুলে ধরেন মুশফিকের ছবি ও শুভেচ্ছাবার্তা লেখা ব্যানার। তার পরিবারের উপস্থিতি পুরো দিনটিকে আরও আবেগঘন করে তোলে।

মুশফিককে সম্মান জানাতে বিসিবি ও সতীর্থদের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়।

  • বিশেষ শততম টেস্ট ক্যাপটি পরিয়ে দেন হাবিবুল বাশার, যিনি ২০০৫ সালে মুশফিকের অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন।

  • প্রথম টেস্ট ক্রিকেটার ও সাবেক অধিনায়ক আকরাম খান তার হাতে তুলে দেন একটি বিশেষ ব্যাগি ক্যাপ।

  • বিসিবির পক্ষ থেকে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম তাকে ক্রেস্ট উপহার দেন।

  • বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হাবিবুল বাশার যৌথভাবে হস্তান্তর করেন একটি অনন্য স্মারক—মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা জার্সি।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারের শততম টেস্টকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসব, আবেগ আর শ্রদ্ধা—সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে স্মরণীয় ও ইতিহাসের পাতায় অমলিন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top