সেরা ষোলোতে উঠল ম্যান ইউ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৫৬
উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় লেগের খেলায় ওল্ড ট্রাফোর্ডে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্যতে ম্যাচটি ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ৪-০ গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেরা ষোলোর টিকেট নিশ্চিত করে গানাররা।
প্রথম লেগের খেলায় স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ ঘরের মাঠে খুব বাজেভাবে হেরেছে। ওইদিন ম্যাচে ম্যান ইউর পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস দুটি গোল করেন। আর একটি করে গোল করেন মারকাস রাসফোর্ড ও ড্যানিয়েল জেমস।
ফলে সেরা ষোলোতে উঠতে হলে বৃহস্পতিবার রাতের ম্যাচে স্প্যানিশ ক্লাবটির পাঁচ গোল ব্যবধানে জেতা দরকার ছিল, যেটা প্রায় অসম্ভব। বাস্তবেও ঘটেছে তাই। ড্র করেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল রিয়াল সোসিয়েদাদ।
এদিন জয়ের উদ্দেশে খেলতে নামা রিয়াল সোসিয়েদাদের যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পারেনি। পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল স্বাগতিকরাই। ম্যান ইউর গোলকিপারেও প্রমাণ নিতে পারেনি সফরকারীরা। ৯০ মিনিটের খেলায় মাত্র একবার গোলবারে ভালোভাবে শট নিতে দেখা যায়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।