রোড সেফটি সিরিজ খেলতে ঢাকা ছাড়ল রফিক-পাইলটরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২১:৩৬

রোড সেফটি সিরিজ খেলতে ঢাকা ছাড়ল রফিক-পাইলটরা

সড়কে সচেতনতা বাড়াতে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ আয়োজন করছে ভারত। টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট অংশ নিতে ঢাকা ছেড়েছে টাইগারদের জার্সিতে খেলা সাবেক ক্রিকেটারদের দল বাংলাদেশ লিজেন্ডস।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন দলটি।

নিরাপদ সড়কের দাবিতে মাঠে গড়াবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আয়োজন। বাংলাদেশ লিজেন্ডস ছাড়াও অংশ নিচ্ছে ইন্ডিয়া লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।

সচেতনতামূলক এই আয়োজনে শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা থেকে শুরু করে ব্রেট লি, জন্টি রোডসদের মতো ক্রিকেটাররা অংশ নিচ্ছেন।

৫ মার্চ বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে এই আয়োজন। ২১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। প্রতিটি ম্যাচই বসবে ছত্তিশগড় রায়পুর স্টেডিয়ামে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top