বার্সার সাবেক সভাপতি গ্রেপ্তার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ০৫:৫২
বার্সেলোনার সদ্য সাবেক হওয়া সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমে ঢালাওভাবে প্রকাশ করা হচ্ছে এই খবর।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বার্সাগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত। এখন পর্যন্ত বার্তোমেউ সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য তিনজনের মধ্যে দুজন হলেন বার্সেলোনার সিইও অস্কার গ্রাউ এবং হেড অব ক্লাব সার্ভিসেস রোমান গোমেজ। অপরজন হলেন জাউমে মাসফেরার। তিনি বার্তেমেউয়ের উপদেষ্টা হিসেবে হাক করেছিলেন।
সোমবার (০১ মার্চ) সকালে নু ক্যাম্পে অভিযান চালায় স্প্যানিশ পুলিশ। স্প্যানিশ মিডিয়ার খবরে বলা হচ্ছে, গত বছরের ‘বার্সাগেট কেলেঙ্কারির’ জন্য পুলিশ এই অভিযান চালিয়েছে। ক্লাবটির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ক্লাব এবং ক্লাবটির প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনাকারাী বর্তমান ও সাবেক খেলোয়াড়দের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত ছিল।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা সোশ্যাল মিডিয়া কনসাল্টেন্সি প্রতিষ্ঠান আই-৩ ভেঞ্চারকে বর্তমান বাজারমূল্যের চেয়ে ৬০০ শতাংশ বেশি মূল্যে নিয়োগ দিয়েছিল। বার্সেলোনার সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করার জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়া হয়েছিল।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: বার্সা সভাপতি গ্রেপ্তার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।