শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ২২:০৭

আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান

আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ভিন্নভাবে অংশ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অন্যরকম সম্মান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি সার্জেট অ্যাট আমর্স সাদরুল আহমেদ খান।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ওই ম্যারাথনে মুজিব কোর্ট পরে অংশ নিয়ে বঙ্গবন্ধুকে নিরবে সম্মান জানান সাদরুল আহমেদ খান।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি ঢাকায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। ম্যারাথনে অংশগ্রহণ করে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশের এই প্রতিযোগী। যিনি বর্তমানে বাংলাদেশ আ'লীগের ‘ফিন্যান্স অ্যান্ড প্লানিং’ কমিটির একজন সদস্য। তিনি ২ ঘণ্টা ১৬ মিনিটে ২১ কি.মি. দৌড় সম্পন্ন করেন। ম্যারাথনে অংশ নেয়ার জন্য দেশের বাইরেও যান তিনি।

জানা যায়, ওই ম্যারাথনে ৩৩ জন বিদেশিসহ মাত্র ২০০ জন প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পান।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top