শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে বন্ধ হলো খেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ২২:৩২

ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে বন্ধ হলো খেলা

ম্যাচ চলাকালে খবর এলো আইরিশ এক ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ওয়ানডে ম্যাচ।

শুক্রবার (০৫ মার্চ) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামে দুই দল। টসে জিতে ফিল্ডিংয়ে নামে আইরিশরা। বাংলাদেশ শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়লেও পরে, সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায়।

কিন্তু ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলতেই করোনার ওই খবরে বন্ধ হয়ে যায় খেলা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top