বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

রাজশাহীতে ৭ দিন ব্যাপী নারী বাস্কেটবল প্রশিক্ষণ শিবির সমাপ্ত

রাজশাহী প্রতিনিধি : | প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০০:২৫

রাজশাহীতে ৭ দিন ব্যাপী নারী বাস্কেটবল প্রশিক্ষণ শিবির সমাপ্ত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের জিমনাসিয়ামে ৭ দিন ব্যাপী নারী বাস্কেটবল প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় শেষ হয় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষন শিবির।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাবিবর রহমান হাবিব।

এর আগে তিনি বলেন, খেলাধুলায় উন্নতি করতে হলে প্রশিক্ষণের বিকল্প নাই কাজেই প্রশিক্ষন শেষ হয়েছে বলে তোমরা প্রশিক্ষন থেকে বিরত থাকবে তা করলে চলবেনা। নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে তাহলেই একজন উন্নতমানের খেলোয়াড়ে হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top