সাত বছর পর কোয়ার্টার ফাইনালে চেলসি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১৯:২৭
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে দীর্ঘ ৭ বছর পর কোয়ার্টার ফাইনালের টিকেট পেল চেলসি।
এর আগে প্রথম লেগে ম্যাচে মাদ্রিদকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছিল ইংলিশ ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে তাদের ব্যবধান ৩-০।
স্প্যানিশ লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিকে এদিন পাত্তাই দেয়নি টমাস টুখেলের শিষ্যরা। ঘরের মাঠে প্রথম থেকেই চাপ ধরে রেখে ম্যাচের ৩৪ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। স্বদেশি মিডফিল্ডার কাই হাভার্টজের বাড়ানো বল ধরে জার্মান ফরোয়ার্ড টিমো ভেরনার বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ডানে পাস দেন। আর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরক্কোর মিডফিল্ডার জিয়াশ।
এদিকে ম্যাচের ৮১তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে কনুই দিয়ে আঘাত করায় রেফারি লালকার্ড দেখান অ্যাতলেটিকো মাদ্রিদের স্তেফান সাভিচকে।
দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ হয়। ক্রিস্টিয়ান পুলিসিকের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন আগ মুহূর্তেই হাভার্টজের বদলি নামা এমেরসন। মাঠে নেমে ৪০ গজ দৌড়ে এসে এটাই ছিল এই ইতালিয়ান ডিফেন্ডারের বলে প্রথম ছোঁয়া! সত্যিই অসাধারণ। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়েন টমাস টুখেলের শিষ্যরা।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।