বাংলাদেশের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল কিউইরা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২১:৪৯
ডুনেদিনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট দল।
এ জয়ের ফলে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্ট এবং কাইল জেমিসনদের দুর্দান্ত বোলিংয়ে ৪১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রানেই থেমে সফরকারীদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২১.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাথামরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বলে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার পূর্বে ১৫ বলে ১৩ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা সৌম্য সরকার কোনো রান না করেই ডেভন কনওয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এবারো ঘাতক সেই বোল্ট।
এদিকে অভিষেক ম্যাচে ছক্কা মেরে প্রথম আন্তর্জাতিক রান তোলা শেখ মেহেদি হাসান ২০ বল ১৪ রান তুলতে সক্ষম হন। এছাড়া ১০ করেন তাসকিন ইসলাম।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। মাত্র ২৭ রানের খরচায় নিয়েছেন ৪টি উকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন জেমি নিশাম ও মিচেল সার্টনার।
জবাবে ব্যাট করতে নেমে সহজ পেতে খুব একটা কষ্ট করতে হয়নি নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে মার্টিন গাপটিল এবং হ্যানরি নিকোলসের ৫৪ রানের জুটিটিই জয়ের ভিত গড়ে দেয়। দ্রুত ১৯ বলে ৩৮ রা তুলে টাইগার পেসার তাসকিন আহমেদের বলে আউট হন গাপটিল। দ্বিতীয় উইকেট জুটিতে অভিষিক্ত ডেভন কনওয়েকে নিয়ে ৬৪ রানের জুটি গড়লে জয়ের সুবাসই পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি কনওয়ে।
৫২ বলে ২৭ রান করে হাসান মাহমুদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে উইল ইয়ংকে সঙ্গে নিয়ে শেষ কাজটা করে ফেলেন ওপেনার নিকোলস। ১১ রানে ইয়ং এবং ৪৯ রানে হ্যানরি নিকোলস অপরাজিত থাকেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।