ওয়ানডে র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে গেলেন মিঠুন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ২০:৫৯
আগের ২৮ ম্যাচে মোহাম্মদ মিঠুনের ক্যারিয়ার সেরা ইনিংস ছিল কেবল ৬৩। ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংসটি আরও ১০ রান বাড়িয়ে নিলেন মিঠুন।
সেদিন করেছিলেন ৭৩ রান । সেই ৭৩ রানের বদৌলতে ওয়ানডে র্যাংকিংয়ে একলাফে এগিয়ে এলেন ১২ ধাপ। তার রেটিং পয়েন্ট ৪৫২।শুধু তাই নয়, তামিম ইকবালও ৭৮ রান করে র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে গেলেন। তার রেটিং পয়েন্ট ৬৮৯। তার রেটিং পয়েন্ট ৬৮৯।
ব্ল্যাকক্যাপসদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন মিঠুন। তিন ইনিংসেই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। প্রতিপক্ষ কন্ডিশনে ৬৭ গড়ে তার সংগ্রহ মোট ২০১ রান। স্ট্রাইক রেটও উল্লেখ করার মতো, ৮২.৭২। তার ইনিংসগুলো হলো যথাক্রমে ৬২, ৫৭, ৯ ও অপরাজিত ৭৩।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।