তাসকিন-সাইফউদ্দিনের পর শরিফুলের আঘাত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২০:৩৫

তাসকিন-সাইফউদ্দিনের পর শরিফুলের আঘাত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬.৩ ওভারে ৩ উইকেটে ৫৬ রান।

তাসকিন আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান ফিন অ্যালেন। দ্বিতীয় বলেও তুলে মেরেছিলেন অ্যালেন। বত এত উঁচুতে উঠেছিল যে, ধারাভাষ্যকার বলছিলেন, বল মনে হয় অকল্যান্ড থেকে হ্যামিলটনে যাবে। মিড-অনে দাঁড়িয়ে থাকা মাহমদুউল্লাহ রিয়াদ ক্যাচটি নিতে পারতেন। কিন্তু তিনি সুযোগটি হাতছাড়া করেন। ওভারের শেষ বলেও তুলে মেরেছিলেন অ্যালেন। এবার আর তিনি রক্ষা পাননি। স্কোয়ার লেগে দাঁড়িয়ে ক্যাচটি লুফে নেন নাঈম শেখ।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। কাঁধের ইনজুরির কারণে গত ম্যাচে একাদশে ছিলেন না মুশফিকুর রহিম। সুস্থ হয়ে না ওঠায় এই ম্যাচেও তিনি একাদশের বাইরে। গত রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছিল ৬৬ রানে। সুতরাং, সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top