শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ০১:১৯
শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলার জন্য আরও আগেই দল ঘোষণা করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু ঊরুর চোট নিয়ে নিউ জিল্যান্ড থেকে দেশে ফেরা মাহমুদউল্লাহর ফিটনেস রিপোর্টের অপেক্ষায় ছিলেন নির্বাচকরা।
বাংলাদেশি অলরাউন্ডারকে টেস্ট দলে ফেরানোর কথা ভাবছিলেন তারা। অবশেষে শুক্রবার (৯ এপ্রিল) দল ঘোষণা করা হলো, কিন্তু ২১ জনের এই প্রাথমিক দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর।
এদিকে শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ডে দারুণ পারফরম্যান্স করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহীদুল ইসলাম। প্রথম শ্রেণির এই ঘরোয়া টুর্নামেন্টে ভালো খেলে প্রায় পাঁচ বছর পর জাতীয় দলের জার্সি পরার অপেক্ষায় শুভাগত হোম।
এই সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। ১৭ এপ্রিল থেকে দুই দিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে বিসিবি জানিয়েছে। ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। শেষ ম্যাচ হবে ৮ দিন পর।
প্রাথমিক দলে আছেন- মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।