৪১ জনের বহর নিয়ে ঢাকা ছাড়ল বাংলাদেশ টেস্ট দল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ২২:৫৬
                                        শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। মুমিনুল হকের নেতৃত্বে পাল্লাকেলে দুটি ম্যাচে অংশ নিবে টাইগাররা।
সোমবার (১২ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে লাল-সবুজদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সফরে বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন।
বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই খেলবো। যদিও ঘরের মাঠে শেষ সিরিজটা ভালো করিনি। তবে আমাদের জেতার মতো সামর্থ্য আছে। আমরা চেষ্টা করবো সেরাটা দেয়ার।’
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: বাংলাদেশ টেস্ট দল ৪১ জনের বহর

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।