হাসপাতালে আর্সেনালের অবামেয়াং
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১৯:০১
নিজ দেশ গ্যাবনের হয়ে খেলতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ম্যালেরিয়া আক্রান্ত হওয়ায় স্লাভিয়ার প্রাহার বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের ফিরতি লেগ খেলতে চেক প্রজাতন্ত সফরেও যেতে পারেননি তিনি। তবে তার দল আর্সেনাল বড় জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন অবামেয়াং। ইনস্টাগ্রামে হাসপাতালে তোলা নিজের এক ছবি পোস্ট করে লেখেন, এই সপ্তাহে কয়েকদিন ধরে হাসপাতালে কাটাচ্ছি। ইতিমধ্যে একটু ভালো বোধ করছি। ডাক্তারদের ধন্যবাদ যে, খুব দ্রুত এই ভাইরাসটি শনাক্ত করে আমাকে ভালোভাবে চিকিৎসা দেওয়ায়। গত কয়েক সপ্তাহ আমি ভালো ছিলাম না। তবে আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবো এবার।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।