বাংলাদেশের নিষ্ফলা দিনে ডাবলের অপেক্ষায় করুনারত্নে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০২:২৯

বাংলাদেশের নিষ্ফলা দিনে ডাবলের অপেক্ষায় করুনারত্নে

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কার অধিনায়কের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়াচ্ছে আবহাওয়া। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষ সেশনের খেলা আলোর স্বল্পতায় বন্ধ রয়েছে।

শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৪৫৭ রান। ৭ উইকেট হাতে রেখে বাংলাদেশের থেকে মাত্র ৮৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।

করুনারত্নে ১৯২ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৪১ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেছেন ২৬৭ রান। যা কিনা এ মাঠের রেকর্ড জুটি।

টাইগারদের করা ৫৪১ রান টপকে লিড নেওয়া কেবল সময়ের ব্যাপার লঙ্কানদের জন্য। সারাদিনেও বাংলাদেশ দেখেনি সাফল্যের মুখ। থাকতে হয়েছে নিষ্ফলা।

১৯০ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে করুনারত্নে ও ধনাঞ্জয়া প্রতিরোধ গড়ে স্বাগতিকদের নিয়ে গেছেন চালকের আসনে। সিরিজের প্রথম টেস্টের ভাগ্য যাচ্ছে ড্রয়ের দিকে।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২৯ রান। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ৩০ মিনিট আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top