দিনের শুরুতে তাসকিনের জোড়া আঘাত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ১৯:২৩
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম এবং শেষদিনের খেলায় বোলিং করতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
পঞ্চম দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। চতুর্থ দিনের অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করার পর ফেরার অধিনায়ক দিমুথ করুণারত্নকে।
বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। কারণ এই ম্যাচের আজ পঞ্চমদিন। যদিও এখনো শ্রীলঙ্কার প্রথম ইনিংসই শেষ হয়নি।
এর আগে নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের সুবাদে সাত উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারী বাংলাদেশ।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: তাসকিনের জোড়া আঘাত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।