উইকেট-শূন্য বাংলাদেশের বোলাররা, লঙ্কান ওপেনারদের ফিফটি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ২৩:৩২
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এখনো কোনো উইকেট শিকার করতে পারেনি টাইগার বোলাররা। টসে জিতে ব্যাট করতে নেমে বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে বড় জুটি গড়ে ফেলেছেন স্বাগতিক দলের ওপেনাররা।
প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ১২৬ রান। অধিনায়ক দিমুথ করুণারত্নে ৬৪ ও লাহিরু থিরিমান্নে ৬০ রানে ব্যাট করছেন। এখন পর্যন্ত খেলা হয়েছে মোট ৪১ ওভার। পাঁচ বোলার ব্যবহার করেও উইকেটের দেখা পাননি মুমিনুল হক।
প্রথম টেস্টে ২৪৪ রানের বড় ইনিংস খেলা করুণারত্নে অবশ্য একটি সুযোগ দিয়েছিলেন বাংলাদেশকে। শ্রীলঙ্কার স্কোর যখন ৪৯ রান, তখন তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দেন লঙ্কান দলপতি। তবে সহজ সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। করুণারত্নের রান ছিল তখন ২৮।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।