আলোর স্বল্পতায় বন্ধ খেলা, শ্রীলঙ্কা ৪৬৯
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২১, ০১:৫৭
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনের তৃতীয় সেশনের খেলা আপাতত আলোর স্বল্পতার জন্য বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৬৯ রান। ২২ রানে রমেস মেন্ডিস এবং ৬৪ রানে ক্রিজে অবস্থান করছেন নিরোশান দিকভেলা।
২৯১ রানে প্রথমদিন শেষ করা লঙ্কানরা দ্বিতীয়দিনের খেলায় (শুক্রবার) ফের ব্যাট করতে নামেন। এদিন অনেকটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে এবং ওসাদা ফার্নান্দো। এদিন ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন ফার্নান্দো।
অন্যদিকে ১৪০ রান তুলে তাসকিন আহমেদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেন থিরিমান্নে। পরের উইকেটে ব্যাট করতে আসা ম্যথিউসকে বেশিক্ষণ থাকতে দেননি তাসকিন। ফিরেছেন মাত্র ৫ রানে। তাসকিনের পর বল হাতে সফল তাইজুল ইসলামও। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। এই লঙ্কান ব্যাটসম্যান আউট হয়েছেন মাত্র ২ রানে।
৩২৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে ৫০ রান তুলেন ওসাদা ফার্নান্দো ও পাথুম নিশানকা। ৮৪ বলে ৩০ রান করে তাসকিনের বলে বোল্ড হন নিশানকা। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি ফার্নার্ন্দোর। তাইজেুলের বলে আউট হওয়ার পূর্বে করেন ৮১ রান।
সপ্তম উইকেট জুটিতে ক্রিজে খুঁটি গেড়েছেন দুই লঙ্কান ব্যাটসম্যান নিরোশান দিকভেলা এবং রমেস মেন্ডিস। দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।