ফলোঅনে বাংলাদেশ, অভিষেকেই জয়াবিক্রমার ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২১, ০১:৪০

ফলোঅনে বাংলাদেশ, অভিষেকেই জয়াবিক্রমার ৬ উইকেট

পাল্লেকেলেতে লঙ্কানদের হয়ে অভিষেক হওয়া প্রবীণ জয়াবিক্রমার ঘূর্ণিতে আড়াই শ রানের গণ্ডি পেরুতেই অলআউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে ২৫১ রান তুলতে পেরেছে মুমিনুল হকের দল। ২৪২ রানে এগিয়ে থেকে ব্যাট করবে স্বাগতিকরা।

শনিবার (০১ মে) ম্যাচের তৃতীয় দিনে শুরুতেই ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। ব্যাট হাতে তামিম ইকবাল-সাইফ হাসান ভালোই জবাব দিচ্ছিলেন।

বিরতিতে যাওয়ার আগে দলীয় ৯৯ রানে জুটি ভাঙে। ৬২ বলে ২৫ রান করে বিদায় নেন সাইফ। চার বল খেলে রানের খাতা খুলতে পারেননি নাজমুল হোসেন শান্ত।

লাঞ্চের পর ১৫০ বলে ৯২ রান করে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

চা বিরতিতে যাওয়া আগে ৬২ খেলে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪০ রান।

মাঠে ফিরে ১০৪ বলে ৪৯ রান করে বিদায় নেন অধিনায়ক মুমিনুল। অন্যদিকে ১১ বলে ৮ রান করেন লিটন দাস।

মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ১৬ রান তুলেন। ৫০ বল খেলে তাইজুল ইসলামের ব্যাট থেকে আসে ৯ রান।

১১ বল খেলেন তাসকিন আহমেদ। ৮ বলে খেলেন শরিফুল ইসলাম। রানের খাতা না খুলে বিদায় নেন দুজন। শেষ পর্যন্ত ৪ বলে শূন্য রানে অপরাজিত ছিলেন আবু জায়েদ।

প্রবীণ জয়াবিক্রমার ছয়টি ছাড়াও দুটি করে উইকেট তুলেছেন রমেশ মেন্ডিস ও সুরাঙ্গা লাকমাল।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top