তোরেসের হ্যাটট্রিকে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২১, ১৯:১৭

তোরেসের হ্যাটট্রিকে ম্যানসিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরান তোরেসের হ্যাটট্রিকে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

শুক্রবার (১৪ মে) ঘরের মাঠে এমিল ক্রাফতের গোলে ২৫ মিনিটে লিড নেয় নিউক্যাসেল। ৩৯ মিনিটের মাথায় জোয়াও ক্যানসেলোর গোলে সমতায় ফেরে সিটি।

বিরতির পর ৬২ মিনিটে নিউক্যাসেলের জোসেফ উইলক গোল করে এগিয়ে নেন দলকে।

ম্যাচের বাকি অংশ শুধুই তোরেসের। ৬৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে সিটিকে সমতায় ফেরান এই স্প্যানিশ উইঙ্গার। ৬৬ মিনিটে গোল তুলে হ্যাটট্রিক পূর্ণ করে এগিয়ে নেন সিটিজেনদের।

বাকি সময়ে অবশ্য আর কোনোও গোল হয়নি। তাতে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন সিটি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top