• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রথম করোনা টেস্টে নেগেটিভ টাইগাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২১, ১৮:৫৯

প্রথম করোনা টেস্টে নেগেটিভ টাইগাররা

আসন্ন আইসিসি বিশ্বকাপ সুপার লিগকে সামনে রেখে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল কোয়ারেন্টাইন করছে রাজধানীর সোনারগাঁ প্যান প্যাসিফিক হোটেলে। ১৮ মে থেকে একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে বাংলাদেশ ক্রিকেট দলও।

ডাঃ দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে শনি ও রোববার মোট ৩১ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে এবং আশার খবর সেখানে সবাই করোনা নেগেটিভ। কারও পজিটিভ নেই।

সোমবার আরও একবার টেস্ট করা হবে। সেই দ্বিতীয় ও শেষ টেস্টে নেগেটিভরা জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকবেন। দেবাশিষ জানিয়েছেন, শেষ টেস্টে পজিটিভ হওয়া সবাই মঙ্গলবার শেরে বাংলায় প্র্যাকটিসে অংশ নেবেন এবং তারপর হোটেলে গিয়ে উঠবেন।

এদিকে আসন্ন সিরিজটির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। ওয়ানডে সিরিজ শুরুর আগেই এটিকে কমিয়ে আনা হবে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে। ২০ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top