করোনা পজিটিভ বাংলাদেশি ফুটবলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২১, ২০:০০

করোনা পজিটিভ বাংলাদেশি ফুটবলার

জাতীয় ফুটবল দলের অনুশীলন দু'দিন শুরু হলেও জামাল-সুফিলদের করোনা পরীক্ষা হয়েছিল আগেই।

মঙ্গলবার (১৮ মে) সেই পরীক্ষার ফল এসেছে। তাদের মধ্যে শুধুমাত্র বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিমের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে।

জানা গেছে, ইব্রাহিমের রুমমেট সোহেল রানারও নতুন করে পরীক্ষা করা হয়েছে। আপাতত নিজের রুমে আইসোলোশনে আছেন এই তরুণ উইঙ্গার। যদিও আজই আবার তার নমুনা নেওয়া হয়েছে পরীক্ষার জন্য।

এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ৩২ ফুটবলারের মধ্যে ইব্রাহিমের রিপোর্ট পজিটিভ এসেছে। ওর সঙ্গে থাকা সোহেল রানাসহ আবারও করোনার নমুনা নেওয়া হয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top