কোচ চামিন্দা ভাস ও দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত, শঙ্কায় প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২১, ১৯:২৯

কোচ চামিন্দা ভাস ও দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত, শঙ্কায় প্রথম ওয়ানডে

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৩ মে) থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হওয়া কথা রয়েছে। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে ম্যাচটি ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা শিবিরের তিনজন।

করোনা পরীক্ষায় পজিটিভ আসা খেলোয়াড়রা হলেন আইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো। করোনা ধরা পড়েছে দলটির বোলিং কোচ চামিন্দা ভাসের শরিরেও।

১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন রুম কোয়ারেন্টিনে ছিলেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর জৈব সুরক্ষা বলয়ে বা বায়ো-বাবলে থেকে খেলেছেন অনুশীলন ম্যাচ। তবে রুটিনমাফিক করোনা পরীক্ষায় এই বলয়েরই ৩ জন সদস্যের দেহে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top