ধনঞ্জয়ার জোড়া শিকার, বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২১, ২৩:২৪

ধনঞ্জয়ার জোড়া শিকার, বিপাকে বাংলাদেশ

ধনঞ্জয়া ডি সিলভার স্পিন ভেলকিতে বিপাকে বাংলাদেশ। ইনিংসের ২৩তম ওভারের শেষ দুই বলে জোড়া শিকার। ওভারের পঞ্চম বলে তামিম ও শেষ বলে মোহাম্মদ মিঠুন।

তামিম ইকবাল অর্ধশতক পূর্ণ করে ৫২ (৭০) রানের মাথায় ইয়র্কারে এলবিডব্লুর শিকার হয়ে ফেরেন সাজঘরে। তার বিদায়ে মিঠুন ব্যাট করতে এসে পড়েন এলবিডব্লুর ফাঁদে। রানের খাতা খোলার আগেই বিদায়।

রোববার (২৩ মে) সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাঠে নেমে শুরুতেই বাংলাদেশ হারায় ওপেনার লিটন দাসকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুসমন্থ সামারাবিরার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই।

এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়েন সাকিব। নিজের পুরনো ব্যাটিং পজিশন তিন নম্বরে ব্যাট করতে নেমে সুবিচার করতে পারেননি নামের প্রতি।

তামিমের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৫ (৩৪) রান করে ফিরেছেন সাজঘরে। ধানুস্কা গুনাথিলাকার বলে লং অনে ক্যাচ দেন পান্থুম নিসাঙ্কার হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৫ ওভারে তুলেছে ১০৯ রান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মো. মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top