রিয়ালকে বিদায় বলছেন জিদান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২১, ১৮:০৪

রিয়ালকে বিদায় বলছেন জিদান

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়োতে যাচ্ছেন জিনেদিন জিদান। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। মাদ্রিদের ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা ও এএস এবং কাদেনা সের রেডিও বলছে রিয়াল মাদ্রিদ থেকে পদত্যাগ করেছেন কোচ জিদান।

সদ্য সমাপ্ত ২০২০-২১ চ্যাম্পিয়নস লিগের মৌসুমটা শিরোপাহীন কাটায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। অথচ রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ তিনি।

গত মৌসুম শেষ হবার আগে থেকেই উঠে জিদানের রিয়াল ছাড়ার গুঞ্জন। গত ১১ বছরে এবারই কোনো শিরোপা দিতে পারেননি ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। তাতেই যেন আগুনে ঘি ঢেলে দেয়ার অবস্থা।

ইতালির ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো সবার আগে জানান জিদানের পদত্যাগের খবর। এরপর একে একে আসতে থাকে জিদানের রিয়াল ছাড়ার খবর।

২০১৬ সালের জানুয়ারিতে রিয়ালের দায়িত্ব নিয়ে ২০১৮ সালের মে পর্যন্ত রিয়ালের কোচ হিসেবে থেকেছেন প্রথম দফায়। ওই সময় টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ, একটি লা লিগা জেতান রিয়ালকে।

এরপর এক বছরের জন্য স্বেচ্ছায় বিশ্রামে থাকার পর ২০১৯ সালের মার্চে আবারও রিয়ালে যোগ দেন জিদান। দায়িত্ব নিয়েই রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ এবং লা লিগা জেতান ২০১৯/২০ মৌসুমে ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top