শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩০ মে ২০২১, ০১:৫৭

গোপালগঞ্জে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার (২৯ মে) সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান ও পৌর মেয়র কাজী লিয়ালক আলী লেকু। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় দিনের প্রথম খেলায় বৌলতলী ইউনিয়ন লকডাউনে থাকায় সাহাপুর ইউনিয়ন ওয়াক ওভার পায়। সকাল ১১টায় দিনের দ্বিতীয় খেলায় বোড়াশী ইউনিয়ন ও করপাড়া ইউনিয়নের খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকে। পরে ট্রাইবেকারে রোড়াশী ইউনিয়ন ৩-১ গোলে করপাড়া ইউনিয়নকে পরাজিত করে। দুপুর ২টায় দিনের তৃতীয় খেলায় নির্ধারিত সময়ে গোবরা ইউনিয়ন ও সুকতাইল ইউনিয়নের খেলা গোল শূন্য ড্র থাকে।

পরে ট্রাইবেকারে সুকতাইল ইউনিয়ন ৪-২ গোলে গোবরা ইউনিয়নকে পরাজিত করে। বিকাল ৩ টায় দিনের শেষ খেলায় গোপীরনাথপুর ইউনিয়ন ১-০ গোলে মাঝিগাতি ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। এ টুর্নামেন্টে সদর পৌরসভা ও ২১টি ইউনিয়ন অংশগ্রহণ করেছে। ২ জুন এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top