রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আউট না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২১, ০০:১৬

আউট না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

আবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন সাকিব আল হাসান। এবারের ঘটনা আবাহনী-মোহামেডান দ্বৈরথে। আবাহনীর মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডাব্লিউয়ের আবেদন করেছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার ‘নট আউট’ বলার সঙ্গে সঙ্গে লাথি মেরে স্টাম্প ভেঙে দেন সাকিব!

যেখানে ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের খেলা, সেখানে উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। তবে ব্যাট-বলের উত্তেজনা নয়। উত্তেজনার মাত্রার চরমে উঠেছে আম্পায়ারের সঙ্গে সাকিবের বাজে ব্যবহারের কারণে।

মোহামেডানের তখন ৩ উইকেটে ২১ রান। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড়। জানিয়ে দেন সেটা নট আউট।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে রেগে যান মোহামেডান অধিনায়ক। এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top