কোপায় পেরুকে উড়িয়ে দিলো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ জুন ২০২১, ১৮:১৬
কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারালো ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধেই হয়েছে তিনটি গোল। যে চারজন গোল করেছেন তারা হলেন, অ্যালেক্স সান্দ্রো, নেইমার জুনিয়র, এভারটন রিবেইরো ও রিচার্লিসন।
বৃষ্টির কারণে ভিজে থাকা মাঠে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না নেইমার-দানিলো-মিলিতাওরা। ম্যাচের ১২ মিনিটের সময়ে আলেক্স সান্দ্রোর প্রথম গোলে এগিয়ে যায় ব্রাজিল। এক গোল নিয়ে প্রথমার্ধে বিরতিতে যায় নেইমার জুনিয়রের দল।
রিবতির আগে ৫৫ শতাংশ বল পেরুর কাছে ছিলো। তারা গোলপোস্টে ৫টি শট নেয়। তার মধ্যে ২টি ছিল অন টার্গেটে। অন্যদিকে ব্রাজিল গোলপোস্টে ৪টি শট নেয়। তার মধ্যে ১টি ছিল অন টার্গেটে।
দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন নেইমার। মাঝমাঠ থেকে ফ্রেডের বাড়ানো পাসে ৬৮ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৮৯ মিনিটে এভারটনের গোলে ৩-০তে এগিয়ে যায় ব্রাজিল।
৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে বক্সে জটলার মধ্যে থেকে বল পেয়ে ব্রাজিলের চার নম্বর গোল করেন ফরোয়ার্ড রিচার্লিসন।
২৪ জুন কলম্বিয়া এবং ২৮ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।