সুয়ারেজ-কাভানিদের বিপক্ষে আর্জেন্টিনার জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ জুন ২০২১, ১৮:১৪
![সুয়ারেজ-কাভানিদের বিপক্ষে আর্জেন্টিনার জয়](https://www.newsflash71.com/uploads/shares/IMG_19062021_101353_(640_x_360_pixel)-2021-06-19-10-14-10.jpg)
লু্ইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।
শনিবার (১৯ জুন) সকালে নূন্যতম ব্যবধানে জয়ের দিনে গোলটি এসেছে গুইডো রদ্রিগেজের কাছ থেকে।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল আকাশি-সাদারা।
এদিন শুরুতেই আক্রামনাত্বক ফুটবল খেলতে থাকে আর্জেন্টাইনরা। একাধিক সুযোগ ছিল এগিয়ে যাওয়ার তবে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।
ম্যাচের ১৩তম মিনিটের মাথায় মেসির করা ক্রসে স্প্যানিশ দল রিয়াল বেটিসের মিডফিল্ডার গুইদো হেডের মাধ্যমে গোলটি আদায় করেন।
পিছিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ের আক্রমণভাগ। অ্যাতলেটিকো মাদ্রিদের সুয়ারেজ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাভানিরা একের পর এক চেষ্টা চালাতে থাকেন। যদিও নির্ধারিত সময় পর্যন্ত ব্যর্থ হন অভিজ্ঞ দুই ফরোয়ার্ড।
উরুগুইয়ানদের বিপক্ষে জয়ের পর এবারের কোপায় প্রথম পূর্ণ পয়েন্ট পেল অ্যাঞ্জেল ডি মারিয়া-নিকোলাস ওটামেন্ডিরা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।
গ্রুপের ওপর ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ১-০তে জয় পেয়েছে চিলি। আগামী মঙ্গলবার (২২ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে বার্সেলোনা মহাতারকা মেসির দলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।