উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই শুরু রাতে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৮:৩২

স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বিগ ম্যাচে রাতে মাঠে নামছে বড় দলগুলো। চেলসি-সেভিয়া, লাৎসিও-বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা-ফেরেঙ্কবারোস, পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ রাত ১টায়।
মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে লড়বে ডায়নামো কিয়েভ-য়্যুভেন্তাস, জেনিত-ক্লাব ব্রাগা।
এদিকে ফাইনালিস্ট পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জার্নি শুরু হচ্ছে ইপিএল জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
গ্রুপ এইচ’এ পিএসজির টার্গেট তিন পয়েন্ট যোগ করার। লিগ ওয়ানে সবশেষ ম্যাচে নিমস অলিম্পিকোর বিপক্ষে ৪-০র বড় জয় পিএসজির। জয়ের মোমেন্টামটাই হোম ম্যাচে ধরে রাখতে প্রস্তুত লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
দুই দলের তিনবারের মুখোমুখিতে দুই জয় পিএসজির, একটায় হেরেছে প্যারিসিয়ানরা। এদিকে, এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মোটেই ফেভারিট মানছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।