অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ১৮:৪৩
করোনা উর্ধ্বমুখী পরিস্থিতির কারণে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর যরে যাবার গুঞ্জন পুরনো। তবে নতুন ভেন্যু কোথায় এ নিয়েও ছিল কয়েকটি নাম। আরব আমিরাতের সঙ্গে ওমান কিংবা শ্রীলঙ্কাও।
শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’।
ক্রিকইনফো জানাচ্ছে, আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে আসরের পর্দা নামবে ১৪ নভেম্বর। যদিও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এ নিয়ে কিছু জানায়নি এখনও।
বিশ্বকাপ শুরুর আগেই আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া বাকি ম্যাচগুলো। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর আর শেষ হবে ১৫ অক্টোবর।
ক্রিকইনফো জানিয়েছে, সবকিছু মাথায় রেখেই বিশ্বকাপ নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে ১২টি ম্যাচ খেলবে ৮টি দল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনির মাঝ থেকে ৪টি দল যাবে পরের রাউন্ড (সুপার টুয়েলভ)।
সুপার টুয়েলভে আগে থেকেই আছে একটা নির্দিষ্ট সময়ের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮টি দল।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।