করোনা নিয়েই স্কটল্যান্ড সমর্থকরা মাঠে আসেন খেলা দেখতে!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জুলাই ২০২১, ১৯:৫০
![করোনা নিয়েই স্কটল্যান্ড সমর্থকরা মাঠে আসেন খেলা দেখতে!](https://www.newsflash71.com/uploads/shares/IMG_01072021_114537_(640_x_360_pixel)-2021-07-01-11-49-38.jpg)
করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ইউরো কাপ। কোভিডের ভয়ভীতি মাথায় নিয়েই শুরু হয়ে এবারের আসর। অনেক সমর্থক, খেলোয়াড় আক্রান্ত হয়েছে কোভিডে।
এর মাঝে ভয়ানক এক খবর প্রকাশ করল স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা। তারা দাবি করেছে, ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে করোনা আক্রান্ত অন্তত ২ হাজার স্কটিশ সমর্থক গ্লাসগোর হ্যাম্পডন মাঠের গ্যালারী ও সিটি সেন্টারে উপস্থিত ছিলেন।
দেশটির স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১ হাজার ৯৯১ জন কোভিড পজিটিভ সমর্থক চিহ্নিত করা করা গেছে। যাদের মধ্যে ১ হাজার ২৯৪ জন খেলা দেখতে এসেছিলেন ইংল্যান্ডে। আর ওয়েম্বলিতে খেলা দেখেছে ৩৯৭ জন কোভিড পজিটিভ সমর্থক। এছাড়া গ্লাসগোতে ক্রোয়েশিয়া ম্যাচে ছিল ৩৭ আর চেক প্রজাতন্ত্র ম্যাচে ছিল ৩৬ জন কোভিড পজিটিভ সমর্থক।
এরিমধ্যে এসব সমর্থকদের চিহ্নিত করার কাজ শুরু করেছে দেশটির প্রশাসন। যারা ওয়েম্বলি, সিটি সেন্টার বা জড়ো হয়ে খেলা দেখেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।