বার্সেলোনার জয়, হার দিয়ে শুরু পিএসজি’র

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৮:২২

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে হারিয়েছে কাতালানরা।অন্যদিকে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে নেইমারের পিএসজি।

ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজয় ২-১ গোলে। পিএসজির মাঠে গিয়ে চমক দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমারদের ঘরের মাঠ থেকেই জয় নিয়ে ফিরেছে রেড ডেভিলরা। মাঠে নামার ২৩ মিনিটেই পেনাল্টি পেয়ে গেছে ম্যানইউ। গোল করতে একেবারেই ভুল করেননি পর্তুগীজ তারকা ব্রুনো ফার্নান্দেস।

ম্যাচের সেকন্ড গোলটা হয়েছে আত্মঘাতি। ম্যানইউ’র মার্শিয়াল বল ঢুকিয়ে দিয়েছেন নিজেদেরই জালে। ১-১ সমতায় থাকা ম্যাচের শেষ মূহুর্তে গোল করে জয় নিশ্চিত করেছেন রেড ডেভিলদের মার্কাস রাশফোর্ড।

এনএয়৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top