আমাজন'র সিইওর পদ জেফ বোজেস

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ২২:১৮

আমাজন'র সিইওর পদ জেফ বোজেস

৫ জুলাই আমাজন'র প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জেফ বোজেস। ২৭ বছর আগে নিজের বাসার গ্যারেজে এই ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করেন জেফ বোজেস।

আজ বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানি আমাজন। এই আমাজন'ই তাকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা। ৫ জুলাই দিনটিকে পদত্যাগের জন্য বেছে নেওয়ার কারণ হিসেবে জেফ বেজোস জানান, ‘৫ জুলাই দিনটি আমার জন্য আবেগময়। ১৯৯৪ সালের এই দিনে আমাজন করপোরেশন হিসেবে নিবন্ধিত হয়। ঠিক ২৭ বছর আগে।’

আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ আমাজন ওয়েব সার্ভিসেসের প্রধান অ্যান্ডি জ্যাসি প্রতিষ্ঠানটির নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি ২৪ বছর ধরে আমাজনে কাজ করছেন। তাঁর প্রসঙ্গে জেফ বেজোস বলেন, ‘অ্যান্ডি একজন চমৎকার নেতা হবেন এবং আমার পূর্ণ আস্থা আছে তাঁর ওপর।’

সিইও’র পদ ছেড়ে দিয়ে বেজোস এখন আমাজনের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাজনের নতুন প্রতিষ্ঠান কেনা বা বড় ব্যবসায়িক কৌশল নির্ধারণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। অ্যান্ডি জ্যাসি সিইও হিসেবে প্রতিষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top