ফেসবুকে নিষিদ্ধ তালেবান!
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ২২:৩৭
তালেবান বিষয়ক সকল তথ্য নিষিদ্ধ করেছে ফেসবুক। তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেসবুক। তাই তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) ফেসবুক এই তথ্য নিশ্চিত করেছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি আফগান বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। তাদের এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
জানা যাচ্ছে যে, যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। ফেসবুক যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে ফেসবুক।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।