আসছে স্যাটেলাইট সংযোগের আইফোন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৩
ফোন করতে চাইছেন কিন্তু নেটওয়ার্ক পাচ্ছেন না? অপারেটরদের আর দোষ দিতে হবে না, আসছে আইফোনের নতুন সংস্করণ। যেখানে কোনো নেটওয়ার্ক ছাড়াই ফোন করা সম্ভব হবে।
সেপ্টেম্বরে বাজারে আসতে চলা আইফোন-১৩ নিয়ে এরই মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবারের মতো এবারও ফোনটিতে নতুন কি কি থাকছে তা নিয়ে আগ্রহের শেষ নেই স্মার্টফোন প্রিয়দের।
শোনা যাচ্ছে, অ্যাপলের ত্রয়োদশ সংস্করণে সংস্থাটির বিশেষজ্ঞ মিং চি কুও নতুন এই লো-আর্থ-অরবিটের স্যাটেলাইট নেটওয়ার্ক যোগ করেছেন। ফলে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন আইফোন ১৩-র ব্যবহারকারীরা।
এছাড়া আইফোন-১৩ তে কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ যোগ হতে পারে। ফলে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে।
এখন পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়াও একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন-১৩। মডেল থাকতে পারে চারটি।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।