দেশে ৫-জি ইন্টারনেট সেবা চালু করছে টেলিটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০২:১১

দেশে ৫-জি ইন্টারনেট সেবা চালু করছে টেলিটক

রবিবার থেকে দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক। প্রাথমিকভাবে ছয়টি স্থানে শুরু হবে ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম।

গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে রাজধানীর দুইশ স্থানে চালু করা হবে ৫-জি। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে বিস্তৃত করা হবে ৫-জি সেবা। গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

এদিকে জানা গেছে, চলতি বছরের অক্টোবরে ফাইভ জি প্রযুক্তি সেবাদানের বিষয়ে টেলিটকের সঙ্গে একটি চুক্তি করে হুয়াওয়ে। এই চুক্তির অধীনে, হুয়াওয়ে বাংলাদেশে ফাইভ জি প্রযুক্তি চালু করতে টেলিটককে বিশ্বমানের সেবা প্রদান করছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top