বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সাইবার হামলার কবলে ইলন মাস্কের ‘এক্স’

Nasir Uddin | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১০:৫০

ফাইল ছবি

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। তিনিই নিজেই এক পোস্টে সাইবার হামলার কথা জানিয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর সার্ভার বেশ কয়েকবার ডাউন হয়ে যায়। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এক্স ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হন। অনেকে নিজের আইডিতে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেন। যদিও এ সমস্যার মধ্যে কখনো কখনো মাইক্রো ব্লগিং সাইটটিতে ঢোকা যাচ্ছিল।

এরপর তড়িঘড়ি বিবৃতি দেন ইলন মাস্ক। তিনি জানান, ভয়ঙ্কর সাইবার হামলার মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। কুখ্যাত প্যালেস্তাইন হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে সাইবার হামলার দায় স্বীকার করেছে।

মাস্ক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, 'এক্স-এর উপর ভয়ঙ্কর সাইবার হামলা হয়েছে। এক্স-এর উপর প্রতিদিন সাইবার আক্রমণ চালানো হচ্ছে, কিন্তু এবার এক্স-কে বৃহৎ পরিসরে টার্গেট করা হয়েছে। এটা ভয়ঙ্কর সাইবার অপরাধী গোষ্ঠীর কাজ, এর সঙ্গে কোন দেশ জড়িত? তা যাচাই করা হচ্ছে'।

সাইবার হামলার দাবি করলেও ইলন মাস্ক কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top