২২ বছর পর ইউএস ওপেনের ফাইনালে দুই কিশোরী
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০
ব্রিটেনের ১৮ বছর বয়সী ইমা রাদুকানু ও কানাডার ১৯ বছর বয়সী লেইলাহ ফার্নান্দেজ উঠেছেন ইউএস ওপেনের ফাইনালেজ।। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে লড়তে যাচ্ছেন দুই কিশোরী। ২২ বছর আগে সেরেনা উইলিয়ামস ও মার্টিনা হিঙ্গিস কিশোরী হিসেবে উঠেছিলেন ইউএস ওপেনের ফাইনালে।
ব্রিটেনের স্বপ্নসারথী রাদুকানু ছিলেন র্যাঙ্কিংয়ে ১৫০তম। বাছাইপর্ব খেলে ইউএস ওপেনের মূলপর্বে এসেছিলেন তিনি। তিনিই টেনিসের উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় যিনি বাছাইপর্ব পেরিয়ে এসে ইউএস ওপেনের সেমিফাইনাল খেলেছেন।
অন্যদিকে ফার্নান্দেজ হলেন এবারের আসরের জায়ান্ট কিলার। বড় বড় তারকাদের হারিয়ে ফাইনালে এসেছেন ৭৩তম র্যাঙ্কিংয়ের এই কানাডিয়ান কিশোরী। এ যাত্রায় তিনি হারিয়েছেন সাবেক দুই ইউএস ওপেন চ্যাম্পিয়নকে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইউএস ওপেন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।