বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আবারও জোকোভিচের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২২, ০৪:৩২

আবারও জোকোভিচের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

কয়েক দিনের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া। এতে করে অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা বেড়ে গেলো। যদিও ভিসার বৈধতার জন্য আরও একবার চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে সার্বিয়ান তারকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। এক বিবৃতিতে তিনি বলেন, ‘স্বাস্থ্য এবং ভালো শৃঙ্খলা তৈরির উদাহরণ সৃষ্টি করতে আজ আমি জোকোভিচের ভিসা বাতিল করে ক্ষমতার ব্যবহার করলাম। তাছাড়া এটি জনস্বার্থের দাবি ছিল।’

এই সিদ্ধান্তের ফলে এখন অস্ট্রেলিয়ান ভিসায় তিন বছরের নিষেধাজ্ঞাও পেতে পারেন ৩৪ বছর বয়সী জোকোভিচ। তবে সেটি নাও হতে পারে। আপাতত অস্ট্রেলিয়ায় থাকার জন্য আরেকটি আইনি চ্যালেঞ্জ করতে পারবেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top