কোভিড ভ্যাকসিন নেবেন না জোকোভিচ!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০০:৪৭
করোনার ভ্যাকসিন না নেয়ায় হাইকোর্টের নির্দেশে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে যেতে হয়েছিল সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে। ভবিষ্যতেও গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা থেকে সরে যেতে রাজি আছেন এই টেনিস তারকা, তবুও করোনার ভ্যাকসিন নিতে ইচ্ছুক নন তিনি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই সার্বিয়ান।
টেনিসের এক নম্বর তারকা জোকোভিচ নিজের শরীরে ভ্যাকসিন না নেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি কখনোই ভ্যাকসিনের বিরোধী নই। আমিও শিশুকালে প্রয়োজনীয় টিকা নিয়েছিলাম। আমি বিশ্বাস করি, আমার শরীরে আমি কী নিতে চাই আর কী নিতে চাইব না, সেটা ব্যক্তি স্বাধীনতা। আমি ব্যক্তিগতভাবে নিজের শরীরে ভ্যাকসিন নিতে রাজি নই।’
ইউএস ওপেন বা ফরাসি ওপেনে করোনার ভ্যাকসিন গ্রহণ করা ছাড়া খেলা সম্ভব নয় সেটি ভালো করেই জানেন জোকোভিচ। তবে প্রয়োজনে সেসব টুর্নামেন্ট খেলবেন না জানিয়ে এই সার্বিয়ান সাক্ষাতকারে আরও যোগ করেন, ‘ভ্যাকসিন না নেওয়ার জন্য যদি আমাকে কোনো মূল্য দিতে হয়, আমি তাতে রাজি আছি।’
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।