শিলাবৃষ্টিসহ ৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২১:৩৪
সিলেট বিভাগের কিছু এলাকাসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।
এতে আরো বলা হয়, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী তিন দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: শিলাবৃষ্টি ৫ বিভাগ কালবৈশাখী আশঙ্কা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।