বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় শীতের হালকা আমেজ: তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি সেলসিয়াস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৯

ছবি: সংগৃহীত

ঢাকায় বুধবার (২৬ নভেম্বর) সকালবেলায় হালকা শীতের অনুভূতি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালে তা কমে দাঁড়িয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ থাকবে পরিষ্কার, আর আবহাওয়া শুষ্ক থাকবে।

দিনের প্রথমভাগে উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। এ বাতাসই রাজধানীতে শীত অনুভব বাড়িয়ে তুলবে বলে জানান আবহাওয়াবিদরা।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২২ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান আবহাওয়ার প্রবণতা অনুযায়ী শীতের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে এবং আগামী কয়েকদিন একই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top