সারা দেশে আংশিক মেঘলা আকাশ, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫
সারা দেশে আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব অবস্থানের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। ফলে দেশের অধিকাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং রাতের তাপমাত্রা ক্রমশ কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।