বিশ্বে করোনায় আরও ৭ হাজার মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ জুলাই ২০২১, ২০:১৩

বিশ্বে করোনায় আরও ৭ হাজার মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬ হাজার ৯৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জনের। আর সুস্থ হয়ে ওঠেছেন রোগীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ২১৫ জন।

রোববার (৪ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৬ হাজার ৮৯৫ জনের। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৮৮৫ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান আর পরের অবস্থান পর্তুগালের।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top