স্কটল্যান্ড তুলে নিলো বিধিনিষেধ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২১, ২১:৫০

স্কটল্যান্ড তুলে নিলো বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্কটল্যান্ডে দেওয়া বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। রোববার মধ্যরাতে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, বিধিনিষেধ প্রত্যাহারের ফলে স্কটল্যান্ডবাসীরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন। মহামারি শুরুর পর নাইট ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছিল। বিধিনিষেধ প্রত্যাহারের ফলে এই প্রথম সেখানকার নাইট ক্লাবগুলো খুলে যাচ্ছে। চালু থাকবে রেস্তোরাঁ। উন্মুক্ত স্থানে জনসাধারণ জড়ো হতে পারবেন।

তবে বিধিনিষেধ প্রত্যাহার হলেও দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন করোনার সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top