হিমাচলে পাহাড়ধসে ২ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ০২:১৩

হিমাচলে পাহাড়ধসে ২ জনের মৃত্যু

ভারতের হিমাচলে পাহাড়ধসে রাস্তায় চলাচলরত যানবাহনের ওপর পড়লে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে রাজ্যের কিন্নরে রেকং পিও-শিমলা মহাসড়কে পাহাড় থেকে গড়িয়ে পড়া মাটি ও পাথরের নিচে চাপা পড়ে বেশ কয়েকটি যানবাহন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এসব যানবাহনের ভেতরে অন্তত ৫০ জন আটকা পড়েছেন।

পাহাড় ধসের ঘটনায় যে বাসটি আটকা পড়েছে, সেটি শিমলায় যাচ্ছিল। এতে আরোহী ছিলেন অন্তত ৪০ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটির ভেতর থেকে বাসের চালকসহ এপর্যন্ত ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এরিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ।

উল্লেখ্য, পাহাড় ধসের ঘটনা এ অঞ্চলে নতুন নয়। গত জুলাইয়েই কিন্নরের বাস্তেরিতে ভূমিধসের ঘটনায় ৯ পর্যটকের মৃত্যু হয়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top