হাইতিতে ভূমিকম্পে মারা গেছেন প্রায় ১৩০০
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ১৮:৫৫
হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার ৭০০ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ।
হাইতির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন। ভূমিকম্পের কারণে ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন অসংখ্য মানুষ। ধ্সংস্তূপ থেকে এখনো জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়েছে যাচ্ছেন উদ্ধারকারীরা। স্থানীয়রাও যোগ দিয়েছেন উদ্ধারকাজে। সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন এবং দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পরিচালক সামান্থা পাওয়ারকে হাইতিকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ভূমিকম্প
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।