আফগানিস্তান ছাড়লো আমেরিকার শেষ ফ্লাইটটি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২১, ১৭:০৪

আফগানিস্তান ছাড়লো আমেরিকার শেষ ফ্লাইটটি

আমেরিকার সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি ছাড়লো আফগানিস্থান। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ২০ বছরে ধরে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের।

সোমবার (৩০ আগস্ট) মার্কিন সেনাদের সর্বশেষ ফ্লাইটটি কাবুল ছাড়ে। সোমবার রাতে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেন কেনেথ এফ ম্যাকেঞ্জি এক ঘোষণায় জানান, মার্কিন সেনা ছাড়াও সব মিলিয়ে প্রায় এক লাখ ২৩ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন তারা।

এ ঘোষণার পরই কাবুলে আনন্দে মেতে ওঠে তালেবানরা। এখন কাবুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ তালেবানদের হাতে। মার্কিন সেনাদের ফেলে যাওয়া হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম তালেবানরা পরিদর্শন করে। যুদ্ধ জয়ের আনন্দে তাদের উল্লাস করতে দেখা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দর ও বিমান পরিবহন ব্যবস্থার সরকারি সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর পক্ষ থেকে বলা হয়েছে, কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। কাবুল বিমানবন্দর এখন এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বিহীন হয়ে পড়েছে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top