বিশ্বে একদিনে করোনায় মৃত্যু চার হাজার ৬২৫ জনের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ২০:১০

২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসের মৃত্যু হয়েছে চার হাজার ৬২৫ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ তিন হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ২০৬ জন।
সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪৮ লাখ ১৫ হাজার ৮৯৩ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৬৯২ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তালিকার তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।